ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সরকারি হলো আরও চার মাধ্যমিক বিদ্যালয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
সরকারি হলো আরও চার মাধ্যমিক বিদ্যালয়

ঢাকা: আরও চারটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছে সরকার। সোমবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রন্ত প্রজ্ঞাপন জারি করে।

এর আগে ২৭৬টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। এ নিয়ে মোট ২৮০টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো।

 

নতুন সরকারি হওয়া বিদ্যালয়গুলো হচ্ছে- বগুড়ার চাঁচাইতারা-মাদলাযুক্ত উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়ের বোদা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহের ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চবিদ্যালয় এবং ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব লূৎফন নাহারের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।  

২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার।  

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে পর্যায়ক্রমে ৩২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হবে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।