ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দিনগত রাতে ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.sust.edu ওয়েবসাইটে ও যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST RESULT Admission  Roll No লিখে ১৬২৪২ এসএমএস এর মাধ্যমে জানা যাবে।
 
এর আগে গত ১৩ অক্টোবর শাবিপ্রবির ‘এ’ ও ‘বি’ ইউনিটে ২০১৮-১৯ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় ২৮টি বিভাগে মোট এক হাজার ৭০৩ টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৭৬ হাজার ১৮০ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮ 
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।