ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের পদত্যাগ দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের পদত্যাগ দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে প্রগতিশীল ছাত্রজোটের সংবাদ সম্মেলন/ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রশ্নফাঁসের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিমের পদত্যাগ দাবি করেছে প্রগতিশীল ছাত্র জোট৷

পাশাপাশি ঘোষিত ফলাফল প্রত্যাহার করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়৷

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজীর।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রফ্রন্ট ঢাবি সভাপতি সালমান সিদ্দিকী, ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজুল্লাহ প্রমুখ।

উম্মে হাবিবা বেনজীর বলেন, প্রশ্নফাঁসের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বীকার করলেও মেধার মূল্যয়ন করতে হলে এই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যাপারে কোনো প্রশ্ন থাকতে পারে না৷ এই ভিত্তিতে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ায় মেধাবীরা বঞ্চিত হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তবুও আজ পরীক্ষার ফলাফল প্রকাশ করলেন৷ যা আমাদের কাছে ব্যাখ্যাতীত। এতে বিশ্ববিদ্যালয় সর্বোপরি শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলো।

তারা তিনটি দাবি ঘোষণা করেন। ঘোষিত ফলাফল বাতিল, প্রশ্নফাঁসে জড়িতদের গ্রেফতার ও বিচার, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিমের পদত্যাগ।

সংবাদ সম্মেলন থেকে ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিলের কর্মসূচি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।