ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১২ শিক্ষার্থী নিয়ে নীলফামারী মেডিকেল কলেজের যাত্রা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
১২ শিক্ষার্থী নিয়ে নীলফামারী মেডিকেল কলেজের যাত্রা শুরু ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ১২ শিক্ষার্থীকে। ছবি-বাংলানিউজ

নীলফামারী: আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নীলফামারী মেডিকেল কলেজ। সোমবার (১৫ অক্টোবর) ১২ জন শিক্ষার্থীকে ভর্তি করার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

আগামী ২৫ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে বাকি শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন নতুন এ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে।  

সদ্য ঘোষিত কলেজটির অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে ২৫০ শয্যার নীলফামারী সদর আধুনিক হাসপাতালের নতুন ভবনে।

সূত্র জানায়, নীলফামারী মেডিকেল কলেজে প্রথমবার মোট ৫০ জন ভর্তি হতে পারবেন। সোমবার এমবিবিএস প্রথম বর্ষে ১২ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বাকি শিক্ষার্থীদের ভর্তি করা হবে।  

নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, প্রথমবার নীলফামারী মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হবেন। মেধা তালিকায় ভর্তির সুযোগ পাওয়া ৫০ জন শিক্ষার্থীর মধ্যে প্রথমদিন ১২ জনকে ভর্তি কর হয়েছে। ক্লাশ শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি।
  
তিনি আরও বলেন, খুলনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম শাহ এ কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। ভর্তির সব কার্যক্রম তিনি পরিচালনা করছেন।

জানা যায়, সদ্য ঘোষিত কলেজটিতে প্রথমদিন ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পক্ষে ফুল দিয়ে বরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ভিশন ২০২১ এর প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমান।  

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলা শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে নটখানায় স্বাস্থ্য বিভাগের ৫১ দশমিক ৩ একর জমিতে নবঘোষিত নীলফামারী মেডিকেল কলেজটি স্থাপন করার লক্ষ্যে ডিজিটাল সার্ভে সম্পন্ন হয়েছে। অবকাঠামো নির্মাণের নকশার অনুমোদনও পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।