ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাগেরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
বাগেরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত স্কুল ব্যাংকিংয়ের র‍্যালি। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটে শিক্ষক-শিক্ষার্থীদের ব্যাংকিং সেবার প্রতি আগ্রহী করার জন্য স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) সকালে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।  

পরে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে এ কনফারেন্সের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (সুপারভিশন) অসীম কুমার মজুমদার।

 

জেলার সব তফসিলি ব্যাংকের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী কনফারেন্সে বক্তব্য রাখেন- বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার হিমাদ্রী খিসা, কৃষি ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. নজরুল ইসলাম, সোনালী ব্যাংকের এজিএম মো. মাহমুদ উদ্দিন, অগ্রণী ব্যাংকের আঞ্চলিক প্রধান মানস কুমার পাল, শিক্ষক ফারহানা আক্তার, শিক্ষার্থী অঙ্গনা চক্রবর্তী, সাজিদ আরেফিন প্রমুখ।

কনফারেন্সে জেলা শহরের সব ব্যাংকের প্রধান, ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

২০১৬ সালের ৩ অক্টোবর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক আয়োজিত সভায় লিড ব্যাংক পদ্ধতির মাধ্যমে দেশের সব জেলার ছাত্র-ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক সেবা প্রচার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সে আলোকে জেলায় জেলায় এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।