ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অধ্যক্ষের কক্ষে তালা, পদত্যাগ দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
অধ্যক্ষের কক্ষে তালা, পদত্যাগ দাবি কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের মহাকালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন শাকিরের কক্ষে তালা ঝুলিয়েছেন শিক্ষকরা। এ সময় তারা কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করেন। 

বুধবার (১০ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন। এসময় কলেজের সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অচল হয়ে পড়ে।

 

কলেজটির শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, অধ্যক্ষ অনিয়ম-দুর্নীতি করে প্রতিষ্ঠানের লাখ লাখ টাকা আত্মসাত করেছে। বিবিধ খাতের ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে চাপের মুখে ১০ লাখ টাকা ফেরত দিয়েছেন। উপবৃত্তির ১২ লাখ টাকা আত্মসাত করে দুদকের তদন্তে পড়ে ৩ লাখ টাকা ফেরত দিয়েছেন।  

এভাবেই অধ্যক্ষ হিসেবে নয়-ছয় করে সরকারি বরাদ্দ এবং প্রতিষ্ঠানের প্রায় ৩০ লাখ টাকা দুর্নীতি করে আত্মসাত করেছেন। ফলে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে এক দফা আন্দোলনে কলেজের ৩০ জন শিক্ষকের মধ্যে ২৮ জন শিক্ষক একমত পোষণ করেছেন।

কলেজ শিক্ষক কেএম সালাউদ্দিন বলেন, এসব ঘটনায় দুদক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার এবং শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত চলছে। ইতোমধ্যে অনেক অভিযোগ প্রমাণিত হয়েছে।  

এ বিষয়ে মহাকালী স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ জিয়া উদ্দিন শাকির বলেন, আইনি প্রক্রিয়ায় অভিযোগ করে ব্যর্থ হয়ে তারা এখন বেআইনিভাবে আমার কক্ষে তালা ঝুলিয়েছে। কারণ তাদের অভিযোগ বানোয়াট এবং মিথ্যা।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।