ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ইউনিট-১ এর ফল প্রকাশ ১৪ অক্টোবর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
জবির ইউনিট-১ এর ফল প্রকাশ ১৪ অক্টোবর

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ইউনিট-১’  বিজ্ঞান অনুষদের ফলাফল আগামী রোববার (১৪ অক্টোবর) প্রকাশিত হতে পারে।

মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে ইউনিট-১ এর ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি এবং লাইফ ও আর্থ অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন প্রায় শেষের দিকে।

পদার্থ ও রসায়নের কিছু প্রশ্নের উত্তর মূল্যায়ন বাকি আছে। বৃহস্পতিবারের (১১ অক্টোবর) মধ্যে খাতা মূল্যায়ন শেষ হবে। এরপর আমরা রেজাল্ট শিট সাজিয়ে আগামী সপ্তাহের শুরুতে ফল প্রকাশ করবো। আমাদের উপাচার্য এখন ব্যস্ত। উপাচার্যের সঙ্গে কথা বলে রোববার ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি।  

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ইউনিট-১ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ‘ইউনিট-১’-এর ১ হাজার ১৭৮টি আসনের বিপরীতে ২৬ হাজার ৪১৪ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়। এর মধ্যে সকালের শিফটে ১৩ হাজার ২৪১ জন এবং বিকেলের শিফটে ১৩ হাজার ১৬৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেন।

প্রতি আসনের জন্য গড়ে ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
কেডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।