ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

আদমজীর ন্যাশনাল কার্নিভাল ২২ ফেব্রুয়ারি

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
আদমজীর ন্যাশনাল কার্নিভাল ২২ ফেব্রুয়ারি

ঢাকা: বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজ প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘এসিসি ন্যাশনাল কার্নিভাল ২০১৮’।

কার্নিভালের উদ্বোধন হবে আগামী ২২ ফেব্রুয়ারি। পর্দা নামবে ২৪ ফেব্রুয়ারি।

এ ইভেন্টে সব ধরনের প্রতিযোগিতার পাশাপাশি বিজ্ঞানপ্রেমীদের জন্যও আয়োজিত হতে যাচ্ছে বিভিন্ন প্রতিযোগিতা। এর মধ্যে অলিম্পিয়াড, বৈজ্ঞানিক গল্পলিখন, প্রজেক্ট প্রদর্শনী, দেয়ালপত্রিকা প্রদর্শনীসহ রুবিক্স কিউবের মতো প্রতিযোগিতাগুলো অন্যতম।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অন্যতম সেরা ক্লাব ‘নিউট্রিনো এসিসি সায়েন্স ক্লাব’ এর মডারেটর সহযোগী অধ্যাপক মিজানুর রহমান জানান, এ কার্নিভাল বাংলাদেশে সৃজনশীল ও বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।  

ক্লাব প্রেসিডেন্ট কাজিম ফাহিম আকাশ বিজ্ঞানপ্রেমী সব শিক্ষার্থীদের এ উৎসবে অংশ নিতে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।