ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বকশীগঞ্জে নকল সরবরাহ করায় আটক ২, বহিষ্কার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
বকশীগঞ্জে নকল সরবরাহ করায় আটক ২, বহিষ্কার ৬

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালে নকল সরবরাহ করায় দুই যুবককে আটক করা হয়েছে। অপরদিকে, নকল করার দায়ে পাঁচজন দাখিল পরীক্ষার্থীসহ মোট ছয়জনকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

আটক যুবকরা হলেন- ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর গ্রামের গোলাম মোহাম্মদের ছেলে সুমন মিয়া (২৪) ‍এবং সাব্বির (২০)।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে প্রাচীরের উপর দিয়ে নকল করার সুমনকে অাটক করা হয়। অপরদিকে, বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নকল সরবরাহ করার অভিযোগে সাব্বিরকে আটক করে পুলিশ।

এছাড়া, বাট্টাজোড় কে.আর.আই ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষায় নকল করায় পাঁচ পরীক্ষার্থী বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিক ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার রাজু। এছাড়াও চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও একজনকে বহিষ্কার করা হয়।  

ইউএনও আবু হাসান সিদ্দিক বাংলানিউজকে জানান, আটক সুমন ও সাব্বিরের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।