ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রশ্ন ফাঁসের চেষ্টায় মাদারীপুরে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
প্রশ্ন ফাঁসের চেষ্টায় মাদারীপুরে যুবক আটক

মাদারীপুর: এসএসসি ও সমমান পরীক্ষায় অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের চেষ্টা করায় জোবায়দুর নামে এক যুবককে আটক করেছে জেলা প্রশাসন।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী একটি বাস থেকে ওই শিক্ষার্থীকে আটক করা হয়।

জোবায়দুর ঢাকার উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

তিনি ঈগল পরিবহনের একটি বাসে করে ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিলেন।

জানা যায়, সকালে ঈগল পরিবহের একটি বাসে জোবায়দুর কুয়াকাটা যাচ্ছিলেন। তার পাশের সিটে ছিলেন লিটন বৈরাগী নামে এক এনজিওকর্মী। একপর্যায়ে লিটন বুঝতে পারেন জোবায়দুর তার মোবাইল থেকে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে তিনি জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামের মোবাইলে ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফারুক আহম্মদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনসহ পুলিশ নিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ডে ওই বাসটি থামান। পরে জোবায়দুরকে আটক করে তার মোবাইল যাচাই করে প্রশ্ন ফাঁসের সত্যতা পাওয়া গেলে তাকে আটক করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।