ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

আইইউটি’র ভিসির পদত্যাগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
আইইউটি’র ভিসির পদত্যাগ আইইউটির কার্যালয়ে ভিসি অধ্যাপক মুনাজ আহমেদ নূর। ছবি: সংগৃহীত

গাজীপুর: গাজীপুরের বোর্ড বাজার এলাকায় অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর পদত্যাগ করেছেন।

তিনি সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদত্যাগপত্র জমা দেন।

আইইউটি’র এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আইইউটি’র শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে উপাচার্য মুনাজ আহমেদ নূরের পদত্যাগ দাবি করে আসছিল।

সোমবার দুপুরে উপাচার্য মুনাজ আহমেদ নূর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।