ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৩৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
ময়মনসিংহে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৩৬ ময়মনসিংহে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা/ ছবি: অনিক খান

ময়মনসিংহে এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলো ১৩৬ জন পরীক্ষার্থী। অন্যদিকে দাখিল পরীক্ষায় মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসায় নকলের অভিযোগে ২ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) পরীক্ষার পর ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা) কার্যালয়ের অফিস সুপার শফিকুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় ৪৭ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী।

এরমধ্যে অনুপস্থিত ছিলো ১৩৬ জন পরীক্ষার্থী।

দাখিল পরীক্ষায় ১০ হাজার ৪০১ জন পরীক্ষার্থী উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিল ১২১ জন পরীক্ষার্থী। দাখিল পরীক্ষা চলাকালে অসাধু উপায় অবলম্বন করায় নগরীর কৃষ্টপুর এলাকার ডিএস কামিল মাদ্রাসার দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

অন্যদিকে কারিগরি এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছে ৩ হাজার ৩৮৩ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলো ৪০ জন। একইভাবে দাখিল ভোকেশনাল পরীক্ষায় ২০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২০২ জন উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলো ৪ জন পরীক্ষার্থী।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮ 
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।