ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি সিএসই বিভাগের রজতজয়ন্তী ২২ মার্চ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
শাবিপ্রবি সিএসই বিভাগের রজতজয়ন্তী ২২ মার্চ সংবাদ সম্মেলন

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব আগামী ২২ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী এ উৎসবের আয়োজন করা হচ্ছে।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের গ্যালারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. জহিরুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি জানান, পুনর্মিলনী উৎসবে ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। অনলাইনেও রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ফি সর্বনিম্ন ৫শ টাকা এবং সর্ব্বোচ্চ ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।  

এছাড়া বিভাগে যোগাযোগের মাধ্যমেও অফলাইনেও রেজিস্ট্রেশন করা যাবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রেজা সেলিম, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, বিশ্বপ্রিয় চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।