ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বসা নিয়ে ঢাবি-ঢামেক শিক্ষার্থীদের মারামারি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
বসা নিয়ে ঢাবি-ঢামেক শিক্ষার্থীদের মারামারি

ঢাকা বিশ্ববিদ্যালয়: রেস্টুরেন্টে সিটে বসা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বকশিবাজার পেনাং রেস্টুরেন্টে ঢামেকে দুই শিক্ষার্থী খাওয়া শেষ করে টেবিলে ফোন রেখে হাত ধুতে যান।

চেয়ার ফাঁকা পেয়ে ঢাবির এসএম হলের ছাত্ররা বসেন। পরে ঢামেক শিক্ষার্থীরা চেয়ার বসার কারণ জিজ্ঞাসা করলে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি বাধে। এতে রিয়াজ নামে এক ছাত্র মারাত্মক আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাবির এসএম হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপস বাংলানিউজকে বলেন, মারামারির ঘটনায় আমার হলের এক ছাত্র মারাত্মক আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এসকেবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।