ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোর রোডের গাছ বাঁচাতে জাবিতে মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
যশোর রোডের গাছ বাঁচাতে জাবিতে মানববন্ধন জাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: যশোর রোডের শতবর্ষী দুই হাজার ৩শ ১২টি গাছ কেটে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ‘বিজ্ঞান আন্দোলন মঞ্চ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, আমরা শুনেছি যশোর রোডের পাশে অনেকগুলো সরকারি জমি রয়েছে।

সেগুলো রক্ষার জন্যই কি লেন না বাড়িয়ে গাছ কেটে রাস্তা চওড়া করার এ উদ্যোগ? নাকি গাছ বিক্রি করে যে আয় হবে তার ওপর লোলুপ দৃষ্টি পড়েছে স্থানীয় নেতাদের? জনসাধারণের মতামতকে উপেক্ষা করে গাছ কাটার এই অযৌক্তিক সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানায়।

নিশাত তাসনিমের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক শোভন রহমান, মুহাম্মদ দিদার প্রমুখ

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।