ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১৬ জানুয়া‌রি স্টাম‌ফোর্ড ইউ‌নিভা‌র্সি‌টির সমাবর্তন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
১৬ জানুয়া‌রি স্টাম‌ফোর্ড ইউ‌নিভা‌র্সি‌টির সমাবর্তন সংবাদ স‌ম্মেল‌ন। ছবি: বাংলানিউজ

ঢাকা: বেসরকা‌রি বিদ্যা‌পিঠ স্টাম‌ফোর্ড ইউ‌নিভা‌র্সি‌টির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়া‌রি।

ওইদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)এ সমাবর্তন অনুষ্ঠা‌নে সভাপ‌তি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম না‌হিদ।

সমাবর্তন অনুষ্ঠা‌নে বক্তা‌ হি‌সে‌বে নতুন গ্রাজু‌য়েট‌দের দিক নি‌র্দেশনামূলক বক্তব্য দেবেন প্র‌ফেসর ড. এ কে আজাদ চৌধুরী।

এছাড়া অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন বিশ্ব‌বিদ্যালয় মঞ্জুরি ক‌মিশ‌নের চেয়ারম্যান প্র‌ফেসর আব্দুল মান্নান এবং বেসরকা‌রি বিশ্ব‌বিদ্যালয় বাংলা‌দেশ অ্যাসো‌সি‌য়েশ‌নের এ‌ক্সি‌কিউ‌টিভ ক‌মি‌টির সদস্য এ কে এম এনামুল হক শামীম।

স্টাম‌ফোর্ড ইউ‌নিভার্সি‌টির ১৪ টি বিভা‌গের অধী‌নে ২৬টি প্রোগ্রা‌মে শিক্ষা কার্যক্রম চালু র‌য়ে‌ছে। এবার ১ হাজার ৭৭২ জন শিক্ষার্থী‌কে স্নাতক ও স্নাত‌কোত্তর ডিগ্রি দেওয়া হ‌বে। এরম‌ধ্যে পাঁচটি ফ্যাকা‌ল্টি থে‌কে ৫ জন চ্যা‌ন্সেলর স্বর্ণপদক ও ২০ জন ভাইস চ্যা‌ন্সেলর পদক দেওয়া হ‌বে।

শ‌নিবার (১৩ জানুয়া‌রি) দুপু‌রে রাজধানীর গোল্ডেন স্পুন রেস্টু‌রে‌ন্টে সংবাদ স‌ম্মেল‌নে এসব তথ্য জানান স্টাম‌ফোর্ড ইউ‌নিভা‌র্সি‌টির চেয়ারম্যান ফা‌তিনাজ ফি‌রোজ। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, বিশ্ব‌বিদ্যাল‌য়ে ভাইস চ্যা‌ন্সেলর ও ট্রা‌স্টি বো‌র্ডের সদস্যরা।

বাংলা‌দেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়া‌রি ১৩, ২০১৮
এসএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।