ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে প্রাথমিকে পাসের হার ৯২.৩২, ইবতেদায়িতে ৯০.২১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
ময়মনসিংহে প্রাথমিকে পাসের হার ৯২.৩২, ইবতেদায়িতে ৯০.২১ শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিইসি) পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ ও ইবতেদায়িতে পাসের হার ৯০ দশমিক ২১ শতাংশ। 

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

জানা যায়, জেলার সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৩ হাজার ৪৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৮৩২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে পাস করেছে ৯৩ হাজার ৫৩২ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ২৪ জন। পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ।  

ইবতেদায়ি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৭ হাজার ২৩৪ জন। পাস করেছে ৫ হাজার ১৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন। পাসের হার ৯০ দশমিক ২১ শতাংশ।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭ 
এমএএএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।