ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাসের দিক থেকে বরিশাল বোর্ডে ভোলা প্রথম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
পাসের দিক থেকে বরিশাল বোর্ডে ভোলা প্রথম

ভোলা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হারের দিক থেকে বরিশাল শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে ভোলা জেলা। এ জেলায় পাসের হার ৯৭ দশমিক ৯৮ শতাংশ। 

শনিবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে, জেলার ২৭৭টি বিদ্যালয় থেকে এ বছর মোট ১৯ হাজার ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ১৮ হাজার ৬২৯ জন। এদের মধ্যে ছেলে ৯ হাজার ৪ জন এবং মেয়ে ৯ হাজার ৬২৫ জন।

 

জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৮৭ জন। যাদের মধ্যে ছেলে ৬২২ জন এবং মেয়ে ৭৬৫ জন।  

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।