ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকে বিশেষ চাহিদার শিক্ষার্থী পাস ৮৯ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
প্রাথমিকে বিশেষ চাহিদার শিক্ষার্থী পাস ৮৯ শতাংশ

ঢাকা: এবারের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক ও ডাউন সিনড্রোম বা সেরিব্রাল পালসি আক্রান্ত) শিক্ষার্থীদের মধ্যে পাসের হার ৮৯ শতাংশ। 

শনিবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রাথমিক সমাপনী পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের পাসের হার ৮৯.১৮ শতাংশ এবং ইবতেদায়িতে এই হার ৮৯.৪৬ শতাংশ।
 
এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করে বিশেষ চাহিদা সম্পন্ন মোট ৪ হাজার ২শ’ ৬৬ জন শিক্ষার্থী।

এদের মধ্যে ৩ হাজার ৯শ’ ৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৩ হাজার ৫শ’ ৫৩ জন উত্তীর্ণ হয়েছে।

আর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করে বিশেষ চাহিদা সম্পন্ন মোট ৩শ’৯৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে মধ্যে ৩শ’ ৫১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৩শ’ ১৪ জন পরীক্ষার্থী।  

এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫.১৮ শতাংশ, আর ইবতেদায়িতে পাসের হার ৯২.৯৪ শতাংশ। এবার প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৬২ হাজার ৬০৯ জন, এবং ইবতেদায়িতে পাঁচ হাজার ২৩ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসআইজে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।