ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষার্থী ঈশিতা বাঁচতে চায়

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
জাবি শিক্ষার্থী ঈশিতা বাঁচতে চায় ঈশিতা রহমান পিংকি (ছবি: সংগৃহীত)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ঈশিতা রহমান পিংকি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী ঈশিতার দু’টি কিডনিই অকেজো হয়ে গেছে।

বর্তমানে শ্যামলী কিডনি হাসাপাতালে ডা. কামরুল ইসলামের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছে তিনি।

ঈশিতার সহপাঠী মোজাহিদুল ইসলাম জানান, ঈশিতা ২০১৪ সাল থেকে কিডনি রোগে আক্রান্ত (রক্তের গ্রুপ Aনেগেটিভ) হয়ে ভুগছেন।

বর্তমানে তার দুটো কিডনিই অকেজো হয়ে গেছে। ঈশিতা মাগুড়া জেলা সদরে মোল্লাপাড়ার বাসিন্দা। তার বাবা ছোট ব্যবসায়ী, মা গৃহিণী।

জাবির শিক্ষার্থী ঈশিতার কিডনি ট্রান্সপ্লান্ট করতে প্রায় ১২ লাখ টাকা প্রয়োজন, যা তার বাবা-মায়ের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। ঈশিতা বাঁচতে চায়। তাই সবার কাছে সহযোগিতা কামনা করেছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা: ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, শান্তিনগর শাখা, শামীম ইকবাল (ঈশিতার স্বামী), অ্যাকাউন্ট নম্বর: ১০৮১৫১৮৪৫০৩।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।