ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশ ইউ‌নিভা‌র্সি‌টির সমাবর্তন অনুষ্ঠান শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
বাংলাদেশ ইউ‌নিভা‌র্সি‌টির সমাবর্তন অনুষ্ঠান শুরু বাংলাদেশ ইউ‌নিভা‌র্সি‌টির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম না‌হিদ। ছবি: কাশেম হারুন

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জা‌তিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইউ‌নিভা‌র্সি‌টির (বিইউ) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়েছে। 

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়।

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপ‌তি মো. আব্দুল হা‌মিদের প্র‌তি‌নি‌ধি হিসেবে সমাবর্তনে সভাপ‌তিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম না‌হিদ।


বাংলাদেশ ইউ‌নিভা‌র্সি‌টির সমাবর্তন অনুষ্ঠান উচ্ছাসিত শিক্ষার্থীরা।  ছবি: কাশেম হারুন
সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত রয়েছেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর ক‌বির নানক ও বিইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়াম্যান কাজী জামিল আজহার।  

এতে প্রধান বক্তা চট্টগ্রাম বিশ্ব‌বিদ্যালয়ের অ্যা‌মি‌রিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজউ‌দ্দিন। স্বাগত বক্তব্য রাখবেন বিইউ’র উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ।

সমাবর্তন অনুষ্ঠানে ১৯ শিক্ষার্থীকে স্বর্ণপদকসহ ৪ হাজার ৮০৪ জনকে ডি‌গ্রি দেওয়া হয়।

সকাল ১০টা ২০ মি‌নিটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম না‌হিদ সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এসএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।