ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
জাবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জাবিতে প্রশিক্ষণ কর্মশালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে ‘ট্রেইনিং অন ইটিপি অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পরিবেশ বিজ্ঞান বিভাগের ওয়াটার রিসার্স সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, উন্নয়নের সঙ্গে পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত।

উন্নত বাংলাদেশ গঠনে এবং পরিবেশ উন্নয়নে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হবে।

বিভাগীয় সভাপতি অধ্যাপক আমির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মশালার টেকনিক্যাল সেশনের সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুস সাত্তার।

স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ বিজ্ঞান বিভাগের ওয়াটার রিসার্স সেন্টার প্রকল্পের সাব প্রকল্প ম্যানেজার পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক  মো. খবির উদ্দিন।  

প্রশিক্ষণ কর্মশালায় বিভাগের শিক্ষার্থীরা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।