ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জন্মদিনে জাবি উপাচার্যকে জাবিসাসের শুভেচ্ছা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
জন্মদিনে জাবি উপাচার্যকে জাবিসাসের শুভেচ্ছা অধ্যাপক ফারজানা ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিকরা। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলামের ৬০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপাচার্যের বাসভবনে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।  

এ সময় সাংবাদিক নেতারা উপাচার্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ রক্ষায় সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

উপাচার্যও বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ সময় সাংবাদিক সমিতির সভাপতি মওদুদ আহম্মেদ সুজন, সাধারণ সম্পাদক শরীফুল কবির শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ নিলয় মামুন, দফতর ও প্রকাশনা সম্পাদক নুর আলম হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এসআইজে/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।