ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অনশন ভাঙালেন মন্ত্রী, শিক্ষকদের অসন্তোষ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
অনশন ভাঙালেন মন্ত্রী, শিক্ষকদের অসন্তোষ আন্দোলনকারী শিক্ষকদের অনশন ভাঙালেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার/ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনশন ভাঙালেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। 

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারী নেতাদের জুস পান করিয়ে অনশন ভাঙান তিনি।  

এরপরও সহকারী শিক্ষকরা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মন্ত্রী এসময় বলেন, আন্দোলন করে এ সমস্যার সমাধান হবে না। আপনাদের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা সমাধানের দিকে যাবো।

***অনশন সাময়িক স্থগিতের সিদ্ধান্ত সহকারী শিক্ষকদের
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।