ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ধামরাইয়ে রেডিয়াম স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
ধামরাইয়ে রেডিয়াম স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন ধামরাইয়ে রেডিয়াম স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাইয়ে ‘রেডিয়াম স্কুল অ্যান্ড কলেজ’-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ইসলামপুর গোডাউন মোর এলাকায় পৌর মেয়র গোলাম কবির ফিতা কেটে স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, রেডিয়াম স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হাপিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুম খান, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নরুল ইসলাম মহব্বত, পৌরসভার ৭নং ওর্য়াড কাউন্সিলর মনির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।