ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শীতকালীন ছুটি শুরু হয়েছে। 

বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর (রোববার) শুরু হওয়া শীতকালীন এ ছুটি চলবে ৩১ ডিসেম্বর (রোববার) পর্যন্ত।

এদিকে, ২২ ও ২৩ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত বৃহস্পতিবারই ছুটি শুরু হয়েছে।


 

তবে, সাধারণভাবে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হলেও এ আটদিনে কয়েকটি বিভাগে পূর্বনির্ধারিত ক্লাস ও পরীক্ষা চলবে।

এছাড়া এ মাসের শেষের দিকে বিসিএস পরীক্ষা থাকায় অনেক পরীক্ষার্থী হলে থাকছেন। কিন্তু হলের ডাইনিং বন্ধ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।