ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বর্ণাঢ্য আয়োজনে জাবি স্কুল ও কলেজের পুনর্মিলনী অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
বর্ণাঢ্য আয়োজনে জাবি স্কুল ও কলেজের পুনর্মিলনী অনুষ্ঠিত জাবি স্কুল ও কলেজের পুনর্মিলনীতে অনুষ্ঠিত র‌্যালি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের দ্বিতীয় পুনর্মিলনী।

শুক্রবার (২২ ডিসেম্বর) স্কুল ও কলেজ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে পুনর্মিলনী উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য জাবি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. আবুল হোসেন, পুনর্মিলনীর আহ্বায়ক অধ্যাপক ফরিদ আহমদ, জাবি স্কুল ও কলেজের অধ্যক্ষ আবদুল জলিল ভূঞা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র্যালি স্কুল ও কলেজ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা গেট ঘুরে পুনরায় প্রতিষ্ঠানে ফিরে আসে। উপাচার্য র‌্যালিতে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- শিক্ষকদের সম্মাননা প্রদান, আড্ডা, খেলাধুলা, ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘন্টা, ডিসেম্বর ২২, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।