ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

না ফেরার দেশে ইবি শিক্ষক ড. মাখলুকুর

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
না ফেরার দেশে ইবি শিক্ষক ড. মাখলুকুর

ইবি: না ফেরার দেশে চলে গেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মাখলুকুর রহমান।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না...রাজিউন)।

অধ্যাপক ড. মাখলুকুর রহমানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন শোক প্রকাশ করেছেন।

বেলা ৩টায় কুষ্টিয়ার হাউজিংয়ের সি ব্লকে অধ্যাপক ড. মাখলুকুর রহমানের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে দাফন করা হবে।

পরিবার সূত্রে জানা যায়, অধ্যাপক ড. মাখলুকুর রহমান দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগছিলেন। ঢাকার পান্থপথের ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার হাসপাতালে দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।

অধ্যাপক ড. মাখলুকুর রহমানের বাড়ি খুলনা জেলার ফুলতলাতে। তিনি দুই ছেলে, স্ত্রী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।