ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির শীতকালীন ছুটি শুরু রোববার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
জাবির শীতকালীন ছুটি শুরু রোববার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শীতকালীন ছুটি ২৪ ডিসেম্বর (রোববার) থেকেই শুরু হচ্ছে। ছুটি শেষ হবে ৪ জানুয়ারি (বৃহস্পতিবার)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২৪ ডিসেম্বর (রোববার) থেকে ৪ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে।

ছুটি চলাকালীন সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।  শুক্রবার ও শনিবার বন্ধ থাকায় ২০১৮ সালের ৭ জানুয়ারি থেকে যথারীতি সব ক্লাস, পরীক্ষা শুরু হবে।

এদিকে ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মোট চারদিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের  অফিসিয়াল কার্যাক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘন্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।