ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশ-চীন সম্পর্কোন্নয়নে ইবিতে আলোচনা সভা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
বাংলাদেশ-চীন সম্পর্কোন্নয়নে ইবিতে আলোচনা সভা বাংলাদেশ-চীন সম্পর্কোন্নয়নে ইবিতে আলোচনা সভা

ইবি (কুষ্টিয়া): বাংলাদেশ ও চীনের সম্পর্কোন্নয়নের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচনা সভা হয়েছে। 

সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চায়না অ্যাম্বাসেডর মা মিং চা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় তিনি প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৫ হাজার শিক্ষার্থীকে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেওয়ারও কথা জানান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব ইসলামিক এডুকেশন রিসার্চ (আইআইইআর) এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী উপস্থাপনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক কর্মকর্তা ও আড়াই হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।