ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিজ্ঞানের উন্নতিতে গণিত শিক্ষার উপর জোর দিতে হবে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
বিজ্ঞানের উন্নতিতে গণিত শিক্ষার উপর জোর দিতে হবে ২০তম আন্তর্জাতিক গণিত সম্মেলন-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিজ্ঞানের উন্নতি সাধনে গণিত শিক্ষার জোর দেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বিবদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

শুক্রবার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ২০তম আন্তর্জাতিক গণিত সম্মেলন-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
 
বাংলাদেশ গণিত সমিতির সহযোগিতায় ‘দক্ষিণ এশিয়ার গণিতবিদদের সেতু বন্ধন’ শীর্ষক তিন দিনব্যাপী এ সম্মেলনে ২০জন বিদেশিসহ প্রায় তিন শতাধিক গণিতবিদ অংশ নিয়েছেন।


 
অধ্যাপক আব্দুল মান্নান বলেন, বর্তমানে বিজ্ঞানের প্রতি ছাত্র ছাত্রীদের অনীহা দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়সমূহে বিজ্ঞান অনুষদের আসন অনেক সময় ফাঁকা থাকে। এর একমাত্র কারণ হচ্ছে শিক্ষার্থীরা গণিতকে ভয় পায়। তাই বিজ্ঞানের উন্নতি সাধনে গণিত শিক্ষার ওপর জোর দিতে হবে।
 
তিনি বলেন, আমি আশা করি এ সম্মেলন বাংলাদেশি গণিতবিদদের জন্য এ আন্তর্জাতিক পরিবেশ পরস্পরের মধ্যে যোগাযোগের প্রচুর সুযোগ তৈরি করবে এবং এর মাধ্যমে বর্তমান বিশ্বের বৈজ্ঞানিক সমস্যা সমাধানের জন্য গাণিতিক গবেষণার অন্বেষণ করবে।
 
বাংলাদেশ গণিত সমিতির সভাপতি প্রফেসর সাজেদা বানুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. ইউসুফ আলী মোল্লা, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল আজিজ, গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. অমল কৃষ্ণ হালদার ও বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক প্রফেসর ড. শহীদুল ইসলাম।
 
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।