ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবির সহকারী প্রক্টর হলেন আবদুর রহিম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
ঢাবির সহকারী প্রক্টর হলেন আবদুর রহিম

ঢাকা বিশ্ববিদালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আবদুর রহিম।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) তিনি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন দায়িত্ব নিয়ে তিনি বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে প্রক্টরিয়াল টিমের দায়িত্ব।

বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের জন্য যেটা মঙ্গলজনক হয় সেসব কাজ করার জন্য আমরা সচেষ্ট থাকব। আমাদের মূলত কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখাশোনা করা। এই কাজে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।