ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১,৬৩,৩৮২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১,৬৩,৩৮২

দিনাজপুর: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবারে অংশগ্রহণ করবে ১ লাখ ৬৩ হাজার ৩৮২ পরীক্ষার্থী।

গত বছরের চেয়ে এবারে পরীক্ষার্থী বেড়েছে ১৩ হাজার ৪৮২ জন। আগামী ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ৮টি জেলার ২ হাজার ৬০৫টি বিদ্যালয় থেকে ১ লাখ ৬৩ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এদের মধ্যে ছাত্র ৮৪ হাজার ৩৬ জন ও ছাত্রী ৭৯ হাজার ৩৪৬ জন। এসকল পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৪৮ হাজার ৭৩২, অনিয়মিত পরীক্ষার্থী ১৪ হাজার ২৫৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩৯২ জন।

দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বাংলানিউজকে বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে অন্যান্য বারের মতো এবারেও ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে।

এছাড়া পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।