ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষক বদলির সুপারিশ করবেন না প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
শিক্ষক বদলির সুপারিশ করবেন না প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

ঢাকা: এখন থেকে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির সুপারিশ করবেন না প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।

সোমবার (০২ জানুয়ারি) এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন মন্ত্রী-সচিবের সুপারিশ নিয়ে ঢাকা শহরসহ জেলা-উপজেলা সদর ও পৌরসভায় আর বদলি হওয়া যাবে না। এ ব্যাপারে দু’এক দিনের মধ্যে আদেশ জারি করা হবে।

এতদিন মন্ত্রী ও সচিবের সুপারিশ নিয়ে বাইরে থেকে ঢাকা শহর, জেলা-উপজেলা সদর ও পৌরসভায় বদলি হওয়া যেত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, নীতিমালা অনুযায়ী বছরের প্রথম তিনমাস মাঠ পর্যায় থেকে বদলি উন্মুক্ত থাকে। তবে মন্ত্রী ও সচিবের সুপারিশ নিয়ে বছরজুড়ে বদলি হওয়ার সুযোগ ছিল।

বদলির এই তিনমাসে মাঠ পর্যায় থেকে বদলির জন্য হাজার হাজার প্রার্থী আবেদন করে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবের সুপারিশ নিতে অসংখ্য প্রার্থী ভিড় করে থাকেন মন্ত্রণালয়ে। পাশাপাশি অন্য মন্ত্রণালয়ের মন্ত্রী-এমপিদেরও ডিও লেটার নিয়ে আসেন প্রার্থীরা।  

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এমআইএইচ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।