ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
শেকৃবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন/ছবি: বাংলানিউজ

শেকৃবি: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকেন্দার আলী, প্রক্টর অধ্যাপক ড. ফরহাদ হোসেন ও চার অনুষদের ডিন।

অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, কৃষিবিদদের কল্যাণে বাংলাদেশে এখন আর খাদ্য ঘাটতি নেই।

বরং পর্যাপ্ত ফসল উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে খাদ্যশস্য রপ্তানি করছি। কৃষিতে বাংলাদেশের অগ্রগতি কেউ রোধ করতে পারবে না।

তিনি নবীন শিক্ষার্থীদের শেরেবাংলা এ কে ফজলুল হকের উত্তরসূরি আখ্যা দিয়ে শিক্ষার্থীদের দক্ষ কৃষিবিদ হওয়ার দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে নবীন শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ওরিয়েন্টেশন শেষে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে সব ডিপার্টমেন্ট ঘুরিয়ে দেখানো হয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছে জনসংযোগ দফতর।

এ বছর বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদে ৬৮৯ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।