ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চুয়াডাঙ্গায় বই উৎসব অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
চুয়াডাঙ্গায় বই উৎসব অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ভি. জে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস এ উৎসবের উদ্বোধন করেন। পরে জেলার বিভিন্ন বিদ্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা ভি. জে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এদিকে দামুড়হুদা উপজেলার দর্শনা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর।

এছাড়া শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।

জেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ বছর ১ লাখ ৬ হাজার ৪৬ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।