ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

গাজীপুরে ‘ডুয়েট ডে’ উদ্‌যাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
গাজীপুরে ‘ডুয়েট ডে’ উদ্‌যাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

১৩তম বর্ষপূর্তিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উদ্‌যাপিত হয়েছে ‘ডুয়েট ডে ২০১৬’।

গাজীপুর: ১৩তম বর্ষপূর্তিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উদ্‌যাপিত হয়েছে ‘ডুয়েট ডে ২০১৬’।

এ উপলক্ষে গাজীপুরের ক্যাম্পাসে নাচ, গান, আড্ডা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংকৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়।

বর্তমান আর সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল ক্যাম্পাস।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে পায়রা উড়িয়ে, পতাকা উত্তোলন ও কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন।

ক্যাম্পাস থেকে বের হওয়া শোভাযাত্রা শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে ‘প্রযুক্তির উন্নয়নে, জাগ্রত ডুয়েট গড়তে ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি।

বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, ডুয়েট ছাত্রলীগের সভাপতি মো. নাসিরুদ্দীন, সাধারণ সম্পাদক মো. রেজাউর রহমান রাতুল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাছিম আখতার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ প্রমুখ।

দেশে ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান ডুয়েট। বর্তমানে ডুয়েটে চারটি অনুষদের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি প্রদানকারী বিভাগসহ মোট ১৩টি বিভাগ ও তিনটি ইন্সটিটিউট আছে। আড়াই হাজারের বেশি শিক্ষার্থী এখানে শিক্ষা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
আরএস/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।