ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে নব-নির্মিত পোস্ট অফিস ভবনের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
ঢাবিতে নব-নির্মিত পোস্ট অফিস ভবনের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নবনির্মিত পোস্ট অফিসের ভবনের উদ্বোধন হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নবনির্মিত পোস্ট অফিসের ভবনের উদ্বোধন হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে পোস্ট অফিস ভবনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, ডাকঘর শুধু সেবা দেওয়ার জায়গা নয়। এটা আমাদের পরিচয়ের জায়গা। এটা ছাড়া আমাদের ঠিকানা পরিপূর্ণ হতে পারে না। তথ্য প্রযুক্তির যুগে চিঠিপত্রের ব্যবহার কমে গেলেও স্থায়ীভাবে যোগাযোগের মাধ্যম হিসেবে এ প্রয়োজনীয়তা কোনোভাবেই কমে নাই। অফিসিয়াল কাজ, সরকারি প্রজ্ঞাপন জারি চিঠি ছাড়া সম্ভব নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা। নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্ট অফিসের জন্য কক্ষ বরাদ্দ দেওয়ায় ধন্যবাদ জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পরিসরে পৃথক ভবন নির্মাণের জন্য তিনি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দীন, মেট্রো সার্কেলের অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল মো. গোলাম মোস্তফা ও ঢাকা নগরী উত্তর বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার আল মাহবুব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬

এসকেবি/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।