ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির প্ল্যানচেট বিতর্ক অনুষ্ঠান মঙ্গলবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
শাবিপ্রবির প্ল্যানচেট বিতর্ক অনুষ্ঠান মঙ্গলবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয়ক সংগঠন ‘সাস্ট স্কুল অব ডিবেট’র উদ্যোগে ‘প্ল্যানচেট বিতর্ক-২০১৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয়ক সংগঠন ‘সাস্ট স্কুল অব ডিবেট’র উদ্যোগে ‘প্ল্যানচেট বিতর্ক-২০১৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এ বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

‘আপোস করিনি আমি, এই হলো ইতিহাস’ এই বিষয়ের উপর বিতর্কে ঐতিহাসিক বিভিন্ন চরিত্রে অংশ নেবেন বিতার্কিকরা।

ঐতিহাসিক চরিত্রগুলো হলো- মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, মুক্তিযোদ্ধা কর্নেল তাহের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহির রায়হান, পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহ এবং দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতার কথিত দেশপ্রেমিক নন্দলালের আত্মা।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।