ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে স্নাতক অষ্টম আঞ্চলিক জাতীয় গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
খুবিতে স্নাতক অষ্টম আঞ্চলিক জাতীয় গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) স্নাতক অষ্টম আঞ্চলিক জাতীয় গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) স্নাতক অষ্টম আঞ্চলিক জাতীয় গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মাদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে অলিম্পিয়াডের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, গণিত একটি ধ্রুব বিষয়। এটি বিজ্ঞানে মৌলিক বিষয়ের অন্যতম। জীবনের প্রতিটি ক্ষেত্রে গণিত সম্পৃক্ত। ইতিহাস, নতুন তথ্য উপাদান বা প্রমাণভিত্তিতে গ্রহণ-বর্জন হয়। কিন্ত গণিত সত্য ও স্বচ্ছ বিষয়। এটি সবকিছুর গোড়া। এখান থেকেই বিজ্ঞানের নানা শাখা-প্রশাখা ছড়িয়েছে। আজ বিজ্ঞানও প্রযুক্তি বিকাশ ও উৎকর্ষ লাভ করছে।  

উপাচার্য আরো বলেন, বর্তমানে স্কুল-কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়েও গণিত শিক্ষার প্রতি আগ্রহ কমছে। এটি শুভকর নয়। তরুণ সমাজকে গণিতের প্রতি আকৃষ্ট করতে হবে। তাদেরকে বিজ্ঞানমনস্ক করে তুলতে পারলে তারা যুক্তিবাদী ও সৃজনশীল হবে। ফলে তারা বিপথগামী হবে না।

গণিতের প্রতি আগ্রহ সৃষ্টিতে গণিত অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।

পরে খুলনা বিশ্ববিদ্যালয়ে অষ্টম জাতীয় আঞ্চলিক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য।

খুবির গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাসের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. রেজাউল হক, প্রতিযোগিতার কেন্দ্রীয় আয়োজক কমিটির সহ-আহ্বায়ক ইউজিসি প্রফেসর ড. এম আনোয়ার হোসেন, প্রফেসর মো. হারুনর রশীদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনাঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্নাতক পর্যায়ের কলেজের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতায় প্রথম ১০ জনকে নির্বাচিত করে তাদের সনদপত্র দেওয়া হবে এবং  ঢাকায় জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।