ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে নীলদলের জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
পবিপ্রবিতে নীলদলের জয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে স্বাধীনতার সপক্ষের শক্তি দাবিকারী নীলদল নিরঙ্কুশ জয়লাভ করেছে।

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে স্বাধীনতার সপক্ষের শক্তি দাবিকারী নীলদল নিরঙ্কুশ জয়লাভ করেছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

মোট ১৫টি পদের মধ্যে ১৪টি পদে নীলদলের প্রার্থীরা জয়লাভ করেছেন।
 
নির্বাচনের ফলাফল
সভাপতি প্রফেসর ড. স্বদেশ সামন্ত (৯৩ ভোট), সাধারণ সম্পাদক প্রফেসর জেহাদ পারভেজ (১১২), সহ সভাপতি- প্রফেসর ড পূর্নেন্দু বিশ্বাস (৭৪), কোষাধাক্ষ্য- ড. গোপাল সাহা (৮৭), যুগ্ম সাধারণ সম্পাদক- এ বি এম মাহবুব মোর্শেদ খান (৯৭), সাংগঠনিক সম্পাদক মো. রোমান আকন (৯০), দফতর সম্পাদক- নাসরিন সুলতানা (৭৫), প্রচার ও প্রকাশনা সম্পাদক- ডা. মিল্টন তালুকদার (৮৪), সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক- সুজন কান্তি মালী (৮১), শিক্ষা বিষয়ক সম্পাদক- মো. শফিউল আলম ফরহাদ (৮৮), সদস্য-১ মো. রুবেল মাহমুদ (১০৩), সদস্য-২ মো. শাহীন হোসেন (৯৯), সদস্য-৩ মো. জাহাঙ্গীর আলম (৯৩), সদস্য-৪ ড. মো. ফখরুজ্জামান (৮৭), সদস্য-৫ প্রফেসর বদিউজ্জামান (৮৪, সাদা দল) ভোট পেয়ে জয়ী হয়েছেন।
 
শিক্ষক সমিতির নিরঙ্কুশ জয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো শামসুদ্দীন, অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা, পবিপ্রবি সাংবাদিক সমিতি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।