ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে জাতীয় গণিত অলিম্পিয়াড শুক্রবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
শাবিপ্রবিতে জাতীয় গণিত অলিম্পিয়াড শুক্রবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৮ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৬ (সিলেট অঞ্চল) শুক্রবার (০৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উদ্যোগে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৮ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৬ (সিলেট অঞ্চল) শুক্রবার (০৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উদ্যোগে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

অলিম্পিয়াডের শীর্ষ দশ প্রতিযোগী আগামী ২৩ ডিসেম্বর বাংলাদেশ প্রকৌশল ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গণিত বিভাগে অনুষ্ঠিত জাতীয় অলিম্পিয়াডের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

বুধবার (০৭ ডিসেম্বর) আয়োজক কমিটির সদস্য-সচিব ড. পাবেল শাহরিয়ার বলেন, এ উৎসবে সিলেট অঞ্চলের মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।

অলিম্পিয়াডের তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ গণিত সমিতি এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন।

অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য (www.sustmathsociety.org) ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।