ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবি স্কুলের পুনর্মিলনী ৩০ ও ৩১ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
রাবি স্কুলের পুনর্মিলনী ৩০ ও ৩১ ডিসেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানউদ্দিন।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানউদ্দিন।

সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী কমিটির পক্ষ থেকে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের অনুরোধ জানানো হয়েছে।

স্কুলের প্রাক্তণ শিক্ষার্থী যারা এখন কর্মজীবী তাদের জন্য রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকা, পরিবারসহ রেজিস্ট্রেশন করলে এক হাজার ৫শত টাকা। আর স্কুলের প্রাক্তন শিক্ষার্থী কিন্তু যাদের শিক্ষা জীবন এখনও শেষ হয়নি তাদের রেজিস্ট্রেশন ফি ৫শ’ টাকা।

রেজিস্ট্রেশন করতে হবে ictc.ru.ac.bd/ruschool অথবা www.rus-reunion.org ওয়েব ঠিকানায়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।