ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ‘এ’, ‘বি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ২য় মেধা তালিকা প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
জবির ‘এ’, ‘বি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ২য় মেধা তালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’, ‘বি’, ‘ডি’, ও ‘ই’ ইউনিটের ২য় মেধা তালিকা এবং ১ম মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’, ‘বি’, ‘ডি’, ও ‘ই’ ইউনিটের ২য় মেধা তালিকা এবং ১ম মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে ২য় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের উল্লেখিত সময়ের মধ্যে ভর্তি হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’, ‘বি’ ও ‘ই’ ২য় মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের রোববার (০৪ ডিসেম্বর) থেকে মঙ্গলবারের (০৬ ডিসেম্বর) মধ্যে এবং ‘ডি’ ইউনিটের ২য় মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের সোমবারের (০৫ ডিসেম্বর) মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘এ’, ‘বি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ১ম মাইগ্রেশন তালিকাও বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে।

মাইগ্রেশনে তালিকাভূক্ত শিক্ষার্থীদের নির্দিষ্ট তারিখের মধ্যে মাইগ্রেশনের মাধ্যমে প্রাপ্ত নতুন বিভাগে যোগাযোগ করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।