ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ফজলুল হক মহিলা কলেজ

বহিরাগতদের প্রবেশ ও আড্ডা বন্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
বহিরাগতদের প্রবেশ ও আড্ডা বন্ধের দাবি ছবি: রানা / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর গেণ্ডারিয়া ফজলুল হক মহিলা কলেজে বহিরাগতদের প্রবেশ ও আড্ডা বন্ধের দাবি জানিয়েছেন কলেজটির ছাত্রীরা।

ফজলুল হক মহিলা কলেজ সচেতন ছাত্রী পরিষদের ব্যানারে মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন করা হয়।

মানববন্ধনে ফজলুল হক মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অশোক কুমার সাহাকে স্বপদে পুর্নবহাল, বহিরাগতদের দিয়ে শিক্ষক-ছাত্রীদের ভয়ভীতি প্রদর্শন এবং ছাত্রীদের সম্মানহানির বিচারেরও দাবি জানান ছাত্রীরা।

ফজলুল হক মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে। এ কলেজের নাম পরিবর্তন না করারও দাবি জানান ছাত্রীরা।

মানববন্ধনে ছাত্রীরা মোট সাত দফা দাবি জানান। দাবিগুলো হল- ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার সাহাকে অবিলম্বে স্বপদে ফিরিয়ে আনা, অধ্যক্ষের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ, অপপ্রচার ও সাজানো নাটক বন্ধ করা, কলেজে বহিরাগতদের দিয়ে শিক্ষকদের মারধর ও সম্মানহানির বিচার, নবীনবরণ অনুষ্ঠানে বহিরাগত ছেলে ও কলেজে বিনা কারণে ছেলেদের প্রবেশ ও আড্ডা বন্ধ করা, হবে এবং ছাত্রীদের পরীক্ষা বন্ধ করার হুমকি ও ব্যবহারিক পরীক্ষায় নম্বর না দেওয়ার হুমকির সুষ্ঠু বিচার করা।

কলেজের সাবেক ছাত্রী হুমায়ারা তাজরিনের নেতৃত্বে মানববন্ধন শেষে দাবিনামা সম্বলিত স্মারকলিপি শিক্ষামন্ত্রী বরাবর প্রদান করেন একাদশ শ্রেণির ছাত্রী তানজিলা আকতার, নাসরিন সুলতানা, মারুফা আকতার ও ফরিদা ইয়াসমিন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এফবি/এমইকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।