ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ক্লাস-পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ক্লাস-পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা

গোপালগঞ্জ: ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও শীতকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাস এবং পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা।

রোববার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় খুললেও প্রশাসনিক ও একাডেমিক ভবনের অধিকাংশ রুমের দরজায় তালা ঝুলতে দেখা গেছে।

শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম।

স্নাতক (সম্মান) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের মধ্যে অনেকে ক্যাম্পাসে এলেও তাদের মন থেকে অনিশ্চয়তা যেন কাটছে না।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম বাংলানিউজকে জানান, শিক্ষক ফেডারেশনের দাবির সঙ্গে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতিও একমত।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ওএইচ/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।