ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ পেলেন ড. শাহ নওয়াজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ পেলেন ড. শাহ নওয়াজ ড. এম শাহ নওয়াজ আলী

ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন দুই জন অধ্যাপককে সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
 
তারা হলেন: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম শাহ নওয়াজ আলী এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্ট্রেট্রিক বিভাগের অধ্যাপক ড. অধ্যাপক আখতার হোসেন।


 
এই দু’জনকে চার বছরের জন্য ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
 
এর মধ্যে ড. অধ্যাপক আখতার হোসেন আগে থেকেই ইউজিসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, তিনি পুনঃনিয়োগ পেয়েছেন।
 
চার বছরের জন্য তাদের প্রেষণে নিয়োগ দেওয়া হলেও সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহতি দিতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়।
 
অধ্যাপক হিসেবে তারা যে বেতন-ভাতা পাচ্ছেন ইউজিসির সদস্য হিসেবেও একই বেতন-ভাতা পাবেন।
 
তবে কমিশনের সদস্য হিসেবে প্রচলিত বিধি অনুযায়ী বাসস্থান, চিকিৎসা ও যানবাহন সুবিধা প্রাপ্য হবেন। যোগদানের তারিখ থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।  
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্ট‍াডিজ অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক শাহ নওয়াজের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের মেয়াদ শেষ হবে আগামী জুন মাসে।  
 
ইউজিসির একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ইউজিসি-তে একজন চেয়ারম্যান ছাড়াও পূর্ণকালীন পাঁচজন সদস্যের পদ রয়েছে।
 
সম্প্রতি ড. মোহাম্মাদ মোহাব্বত খান, ড. আবুল হাশেম ও ড. সৈয়দ আখতার হোসেনের নিয়োগের মেয়াদ শেষ হয়।
 
বর্তমানে অন্য দু’জন সদস্য হলেন, ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা ও ড. দিল আফরোজা বেগম। সদস্যের একটি পদ শূন্য রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।