ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

স্বতন্ত্র পে-স্কেলের দাবি শাবি শিক্ষক সমিতির

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
স্বতন্ত্র পে-স্কেলের দাবি শাবি শিক্ষক সমিতির

শাবিপ্রবি: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের ফের দাবি জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

ঘোষিত পে-স্কেলে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ এবং অসঙ্গতি নিরসনের দাবিতে বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে র‌্যালি ও সমাবেশে এ দাবি জানান সমিতির নেতারা।



বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ ৠালি ও সমাবেশের আয়োজন করে শাবি শিক্ষক সমিতি।

র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেতনা একাত্তরে সমাবেশে মিলিত হয়।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গণির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক রেজাই করিম খোন্দকার, অধ্যাপক কামাল আহমেদ চৌধুরী, অধ্যাপক সাজেদুল করিম, অধ্যাপক মোহাম্মদ ইউনুছ, অধ্যাপক আখতারুল ইসলাম, অধ্যাপক মস্তাবুর রহমান, মো. ফারুক উদ্দীন, ড. মো. সেলিম প্রমুখ।

আমলারা প্রধানমন্ত্রীকে ঘিরে রেখেছে অভিযোগ করে ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য শিক্ষকরা ছয়টি চিঠি দিলেও একটিও পৌঁছেনি।

সমাবেশ শেষে তিনি আগামী বৃহস্পতি (১৪ জানুয়ারি) ও রোববারের (১৭ জানুয়ারি) জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।