ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেস্টিভ্যাল শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেস্টিভ্যাল শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেস্টিভ্যাল-২০১৬ শুরু হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুর এমআইএসটি ক্যাম্পাসে এ ফেস্টিভ্যাল শুরু হয়।



বিডি জবস ও এমআইএসটি যৌথভাবে আয়োজিত এই ফেস্টিভ্যালে দেশের ২৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ফেস্টিভ্যালটির উদ্বোধন করেন এমআইএসটি কমান্ডেন্ট মেজর জেনারেল মো. আবদুল কাদির।

এর মধ্যমে এমআইএসটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) নতুন গ্রাজুয়েটদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি জবস’র সিইও এ কে এম শাহীন মাশরুহ, এমআইএসটির গ্রুপ ক্যাপ্টেন আব্দুস সালাম, নৌবাহিনীর ক্যাপ্টেন মো. মমিন হাসান প্রমুখ।

অনুষ্ঠানে শাহীন মাশরুহ জানান, চতুর্থবারের মতো এই ফেস্টিভ্যাল হচ্ছে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যে কোনো গ্রাজুয়েট এই ফেস্টিভ্যালে অংশ নিতে সিভি ড্রপ করতে পারেন।

গতবছর এই ফেস্টিভ্যালে একহাজার চাকরি প্রত্যাশী অংশ নেন। এরমধ্যে ৩৩ জনের চাকরি হয়।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
জেপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।