ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

‘শিক্ষকদের মর্যাদার বিষয়ে কিছু বললে আরো ভাল হতো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
‘শিক্ষকদের মর্যাদার বিষয়ে কিছু বললে আরো ভাল হতো’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে আগামী দিনগুলোর জন্য দিক নির্দেশনা ও উদ্দীপক উল্লেখ করে শিক্ষাবিদরা বলছেন, আন্দোলনরত বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের দাবির বিষয়ে সুনির্দিষ্ট কিছু বক্তব্য থাকলে তা আরও ভাল হতো।
 
মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সরকারের দুই বছরপূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

টেলিভিশন ও বেতারে তা সরাসরি প্রচার করা হয়।
 
প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে এক প্রতিক্রিয়ায় শিক্ষা ও শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আজিজুল ইসলাম বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের দাবির বিষয়টি বর্তমানে গুরুত্বপূর্ণ।  
 
প্রধানমন্ত্রীর বক্তব্যে আন্দোলনকারী শিক্ষকদের দাবির বিষয়ে সুনির্দিষ্ট কিছু থাকলে আরও ভাল হতো বলে মনে করেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক আজিজুল ইসলাম।
 
তিনি বলেন, বেতন-ভাতা বাড়লেও কেন শিক্ষকদের মধ্যে অসন্তোষ তা প্রধানমন্ত্রীকে নিজেই খতিয়ে দেখতে হবে।
 
প্রধানমন্ত্রী শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল উল্লেখ করে তিনি বলেন, আশা করি তিনি শিক্ষকদের হতাশ করবেন না।

প্রধানমন্ত্রী যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন, তার হাত দিয়ে উন্নয়ন সম্ভব বলে মনে করেন এই শিক্ষক নেতা।
 
প্রধানমন্ত্রীর বক্তব্যকে  দিক নির্দেশনামূলক বলে উল্লেখ করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবং শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।
 
তিনি বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য দিক নির্দেশনামূলক। এই বক্তব্যের মাধ্যমে আগামীতে আরও উদ্দীপনা নিয়ে সবাই কাজ করবেন।  
 
বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।